অক্টোবর ১৫, ২০২৫ ৫:৫৪ এএম

বগুড়া শহরের ১৫নং ওয়ার্ড ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া শহর শাখার অন্তর্ভুক্ত ১৫নং ওয়ার্ড ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে রবিউল সরকার (রবি) আহ্বায়ক, মোস্তাফিজার রহমান (সুমন) সদস্য সচিব এবং রাফিউল ইসলাম (রাফি)কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া যুগ্ন আহ্বায়ক পদে রয়েছেন- রাকিবুল ইসলাম রাকিব, জাহিদ হাসান পিয়াল, আব্দুল আল রাহাদ মামুন, রাহিমুল ইসলাম (সামি), রিফাত খান, আলামিন, লেমন হোসেন, মেহেদী হাসান, সজল ইসলাম, ফাহাদ ইসলাম, আবু দারদা, প্রান্ত হোসেন, তাহমীদ হোসেন ও আবু সাঈদ (সিয়াম)।

সদস্য পদে রয়েছেন- ফুয়াদ হোসেন, সোহান শেখ, মিরাজুল ইসলাম ও নূরনবী ইসলাম (রাকিব)।

মঙ্গলবার (৭ অক্টোবর) শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে শহর ছাত্রদলের দপ্তরে জমা দিতে হবে।

বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা জানান, নতুন নেতৃত্ব ঘোষণার পর শহর শাখার ১৫নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব তারেক রহমানের দিকনির্দেশনায় ছাত্রদলের আন্দোলন-সংগ্রামকে বেগবান করবে এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print