বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আবু ওবায়দুল হাসান ববি (৫৬), বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।
ইকবাল বাহার বলেন, “আবু ওবায়দুল হাসান ববিকে আমরা ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।”
ডিবি সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, নাশকতা ও হত্যার দায়ে দায়ের করা ১২টিরও বেশি মামলার এজাহারনামীয় আসামি তিনি। এর মধ্যে হত্যা, মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা তদন্তাধীন এবং কয়েকটি মামলা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন রয়েছে।
ডিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার একটি টিম শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান থানার অধীনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ডিবি পুলিশ গ্রেফতারকৃত ববিকে বগুড়ায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।