এপ্রিল ২৯, ২০২৪ ৫:৪৫ পিএম

বগুড়া-৩ আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করলেন তৌহিদুর রহমান মানিক

বগুড়া- ৩ আসন থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহার করলেন তৌহিদুর রহমান মানিক। তিনি বগুড়া-৩ শিবগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে আওয়ামী লীগের ৩ জন, জাকের পার্টির ৬ জন এবং স্বতন্ত্র ২ জন প্রার্থী রয়েছেন।

রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বগুড়ায় মোট ১১ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

আরো পড়ুনঃ বগুড়ার ৭টি আসনে ১১জনের মনোনয়ন প্রত্যাহার

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাকের পার্টির আজগর আলী ফকির, আওয়ামীলীগের তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জাকের পার্টির গোলাম মোস্তফা, আওয়ামীলীগের  মোঃ সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাকের পার্টির আব্দুর রশিদ,আওয়ামী লীগের হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া-৫ (শেরপুর-ধনুট) আসনের জাকের পার্টির মাসুম রানা ওয়াসীম, বগুড়া-৬ (সদর) আসনের জাকের পার্টির ফয়সাল বিন শফিক, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের জাকের পার্টির নাজির মাহমুদ রতন ও স্বতন্ত্র প্রার্থী ফারুক আহম্মেদ।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এবার বগুড়ায় ৭টি সংসদীয় আসনে মোট ৮৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৩০টি মনোনয়নপত্র বাতিল হয়। পরে নির্বাচন কমিশনে আপিলে ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। এরমধ্যে ৬৪ জন বৈধতা পেয়ে আজ রবিবার ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করলে নির্বাচনে অংশ নেন মোট ৫৩ জন প্রার্থী।

এর আগে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে করা আপিল নিষ্পত্তি গত শুক্রবার শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের সময় আজ রবিবার শেষ হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print