ডিসেম্বর ১, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ

বগুড়াতে গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর আত্মহত্যা

ছবি প্রতীকী
ছবি প্রতীকী

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১ আগস্ট) রাতে নিজের শয়ন কক্ষে এ ঘটনা ঘটিয়েছে সে।

নিহত শিক্ষার্থী শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চকবাহাগুলপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে রোকসানা খাতুন (১৪)। সে দাড়িদহ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমঘটিত অথবা পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

বিষয়টি সম্পর্কে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, স্কুল পড়ুয়া রোকসানার মৃত্যু রহস্যজনক হওয়ায় তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।

ময়না তদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print