ডিসেম্বর ১, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ

বগুড়ার কাহালুতে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার কাহালু উপজেলা থেকে মকবুল হোসেন (৯০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার কালাই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের একটি বাঁশবাগানে তার মরদেহ পাওয়া যায়।

জানা যায়, গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। নিহত মকবুল কালাই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা বলে জানান কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন মকবুল। এরপর থেকে তার কোনো হদিস ছিল না। শনিবার ভোরে স্থানীয়দের দেয়া খবরে ফকিরপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বাঁশবাগানে অন্য একটি গাছের সঙ্গে মকবুলের গলায় দড়ি পেঁচানো ছিল। তবে তার দুই পা ছিল মাটিতে।

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি সম্পর্কে আমবার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মকবুল আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃএ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print