পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৭শে এপ্রিল) সকালে নুনগোলা ডিগ্রী কলেজ মাঠে এ চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার। ইউপি সচিব মোঃ আব্দুর রশিদের পরিচালনায় অত্র ইউনিয়নে ৫’শত ১০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কালে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহজাহান আলী তালুকতার, জুলফিকার সরকার, এবিএম শাফিকুর রহমান শাফি, জয়নাল আবেদীন, সহিদুল ইসলাম নান্টু, নুরুন নবী, আরিফ, মোজাফ্ফর হোসেন, কল্পনা খাতুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
