বগুড়ায় সরকারী আজিজুল কলেজ অধ্যক্ষের গাড়ীর ধাক্কায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন আহত।
শনিবার বেলা সাড়ে ১১ টাই শহরের জামিলনগর এলাকায় সরকারী আজিজুল হক কলেজ গেটের সামনেই এই ঘটনা ঘটে।
আহত মোঃ লিটন সদরের রাজাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, বেলা সাড়ে ১১ টায় লিটন তার মোটরসাইকেল নিয়ে সাতমাথা দিকে যাচ্ছিলেন। ওপর দিক থেকে সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ তার গাড়ী নিয়ে কলেজ থেকে বের হচ্ছিলেন। এমন সময় অধ্যক্ষের গাড়ী যুবলীগ নেতা লিটনের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় গাড়ীতে কলেজ অধ্যক্ষ গাড়ীতেই ছিলেন। এ ঘটনার পরপরই লিটনকে চিকিৎসার জন্য মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত লিটন জানান, রাস্তার ধারে দাড়িয়ে থাকা অবস্থায় অধ্যক্ষের গাড়ী এসে আমাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে আমাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী জানান, আমার গাড়ী থামানো অবস্থায় ছিল। ছেলেটি পেছন থেকে এসে আমার গাড়ীতে ধাক্কা দিয়ে পরে যায় এবং পায়ে আহাত পায়।
এনসিএন/ বিআর
