বগুড়ায় সরকারি নির্দেশ অমান্য করে রাত ৮ পর অভিজাত এলাকায় রেস্টুরেন্ট খোলা রাখার দায়ে দুই প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। একই সাথে ১টি প্রতিষ্ঠানকে আর্থিক দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ জুলাই) রাতে শহরের জলেশ্বরীতলায় অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ মাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তাকে সহযোগিতা করে জেলা পুলিশ ও নেসকোর সদস্যরা।
এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বগুড়া জেলা প্রশাসন।
আরও পড়ুন: বগুড়ায় ৩ প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন, ১ দোকানে জরিমানা
বিষয়টি সম্পর্কে জান্নাতুল নাইম বলেন, জলেশ্বরীতলা এলাকায় কাচ্চিকান্ড রেস্টুরেন্ট এবং হেলিয়াম’স ডাইনকে বারবার তাদের দোকানের বাইরে সামনের অংশের অতিরিক্ত আলোসজ্জ্বা বন্ধ রাখার জন্য সর্তক করা হয়। কিন্তু তারা সরকারি আদেশ অমান্য করে দোকানের বাইরের অংশে আলোকসজ্জা করায় তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, হিলিয়াম’স ডাইনে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ফলে তাদের বিদ্যুৎ আইনে মামলা করণের জন্য নেসকো-১ এর উপস্থিত টিমকে নির্দেশ প্রদান করা হয় বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
এনসিএন/এআইএ
