বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ২’শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানান, বগুড়া ডিবির একটি টিম মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১১ টা ১০ মিনিটের সময় বগুড়া সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের হুয়াকুয়া এলাকার আচারেরপাড়া গ্রাম থেকে ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাবু মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ বাবু মিয়া ঐ এলাকার মোঃ ছবদের শেখের ছেলে।
বগুড়া ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়ার সোনাতলা থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এনসিএন/বিআর
