বগুড়া জপলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মোঃ সালমান কবির (১৯) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হলেন, খুলনা জেলার রপসা উপজেলার সামন্তসিনা এলাকার মোঃ গোলাম রব্বানীর ছেলে মোঃ সালমান কবির (১৯)।
বর্তমানে সে বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী এলাকায় বসবাস করতো।
জানা গেছে, মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৬ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০(দুইশত) পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এনসিএন/ বিআর
