ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

বগুড়ায় কচুক্ষেতে স্কুলছাত্রের লাশ

শাজাহানপুরে কচুক্ষেতে স্কুলছাত্রের লাশ
শাজাহানপুরে কচুক্ষেতে স্কুলছাত্রের লাশ। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরে একটি কচুক্ষেত থেকে ফাহিম ফয়সাল শিশির (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার সাজাপুর বানারশি গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত থেকে নিখোঁজ ছিল ফাহিম।

নিহত ফাহিম সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানান, সোমবার রাতে আশুরা মিলাদ শেষে বাড়ি ফেরেনি ফাহিম। স্থানীয় কিছু কিশোরদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানায়,সোমবার ফুলতলা মসজিদে আশুরা মিলাদ শেষে রাত ১০ টা পর্যন্ত ফাহিমকে গ্রামে ঘুরাফেরা করতে দেখা গেছে। এরপর তাকে আর গ্রামে দেখা যায়নি। পরবর্তীতে মঙ্গলবার সকালে কচুক্ষেতে ফাহিমের মরদেহ পায় স্থানীয়রা। পরে তাদের খবরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।নিহত ফাহিমের গলায় ও শরীরের কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এনসিএন/এমআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print