ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ

বগুড়ায় কলেজ অধ্যক্ষকে মারধর

রুস্তম আলী গাবতলী উপজেলার লাঠিগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
রুস্তম আলী গাবতলী উপজেলার লাঠিগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ছবি- সংগৃহীত

বগুড়ার গাবতলীতে পথ আটকিয়ে এক কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধে তাকে মারধর করা হয় বলে দাবি অধ্যক্ষের।

গত সোমবার (২৫ জুলাই) সকালে গাবতলী উপজেলার নামাদাঁড়াইল নামক স্থানে অধ্যক্ষ রুস্তম আলীকে মারধর করা হয়। মারধরের শিকার রুস্তম আলী গাবতলী উপজেলার লাঠিগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

জানা গেছে, গত সোমবার (২৫ জুলাই) সকালে তিনি বাড়ি থেকে কলেজের উদ্দেশে রওনা হন। রাস্তায় নামা দাঁড়াইল নামক স্থানে তাঁকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতি রোধ করে স্থানীয় কিছু ব্যক্তি। তারা ওই শিক্ষককে অটোরিকশা থেকে নামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন।

অধ্যক্ষ রুস্তম আলী জানান, স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম খানের নেতৃত্বে ১০-১৫ জন তাঁকে মারপিট করেন। কলেজের পরিচালনা কমিটি কেন গঠন করা হচ্ছে না সেই জের ধরেই তাঁকে মারধর করা হয়।

অধ্যক্ষ বলেন, মাত্র দুই মাস ২৫ দিন আগে এডহক কমিটি গঠন হয়েছে। এখনও সেই কমিটির মেয়াদ আছে সাড়ে তিন মাস। সেই মেয়াদের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কিন্তু তারা এখনই কমিটি চায়। এতে অপারগতা প্রকাশ করলেই মারপিট করে।

এডহক কমিটির সভাপতি ও গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু বলেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা প্রকাশ্যে পথ আটকিয়ে একজন অধ্যক্ষকে লাঞ্ছিত করেছে। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অধ্যক্ষ ওই ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print