বগুড়া: শিবগঞ্জ উপজেলায় ১ কেজি গাঁজাসহ মিজানুর রহমান ওরফে হেলমেট (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার তাকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ।
শনিবার বিকেলে উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ এলাকা থেকে হেলমেটকে গ্রেফতার করে সংস্থাটি। জানা যায়, তিনি শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের মৃত কাশেমের ছেলে।
বিষয়টি সম্পর্কে সাইহান ওলিউল্লাহ জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে হেলমেটকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি বলেন, হেলমেটের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আরও চারটি মাদক মামলা রয়েছে।
এনসিএন/এআইএ
