ডিসেম্বর ১, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ণ

বগুড়ায় চাঁদা না দেয়াই ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

বগুড়ায় চাঁদা না দেয়াই ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
বগুড়ায় চাঁদা না দেয়াই ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম। ছবি: এনসিএন

বগুড়ার গাবতলীতে চাঁদা না দেয়াই চেয়ারম্যানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অজ্ঞাত মামলা দায়ের করেছেন ওই চেয়ারম্যান।

রোববার (২২ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব।

গাবতলী থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১৮ মে সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব প্রতিদিনের মতো তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে অফিসের কাজ কর্ম শুরু করেন। দুপুর আনুমানিক ১২ টায় একই এলাকার কয়েকজন চিহ্নিত যুবক এসে চেয়ারম্যানের নিকট থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চেয়ারম্যান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাম দা, চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে চেয়ারম্যানকে হুমকি প্রদান করে যে, ২৪ ঘন্টার মধ্যে উল্লেখিত টাকা প্রদান না করলে হত্যা করব। পরে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে গিয়ে সেখানে কর্তব্যরত কর্মচারীদের মারপিট করে চলে যায় তারা। এ ঘটনায় চেয়ারম্যান বাদী গাবতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মজিবুর রহমান বলেন, এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠে ওই সন্ত্রাসী দল। রোববার দুপুরে আবারও পরিষদের অফিস কক্ষে এসে তাকে রাম দা দিয়ে চোট দিতেই দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তার পিঠের নিচে ডান পাশে কেটে যায়।

তিনি আরও বলেন, যারা ইউনিয়ন পরিষদের হামলা চালিয়েছেন তারা সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আমাকে আঘাতের পাশাপাশি পরিষদের ডিজিটাল সেন্টারের কক্ষে প্রবেশ করে সকল আসবাবপত্র ভাংচুর করে।

এদিন এমন সংবাদ পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চেয়ারম্যানকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় চেয়ারম্যানসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে।

এনসিএন/আরআই

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print