ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ণ

বগুড়ায় চায়ের দোকানিকে পেটালেন যুবলীগ নেতা!

বগুড়ায় চায়ের দোকানিকে মারপিট করলেন যুবলীগ নেতা!
বগুড়ায় চায়ের দোকানিকে মারপিট করলেন যুবলীগ নেতা!

বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা বন্দরে স্ত্রীসহ চায়ের দোকানিকে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতা বিরুদ্ধে। এ নিয়ে থানায় একটি মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন ওই দোকানি।

সরেজমিনে ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, রোববার চায়ের দোকানি মিজানুর রহমান প্রতিদিনের মতো তার দোকান খুলে চা বিক্রি শুরু করেন। এদিন দুপুরে সরলপুর গ্রামের আজিজার রহমানের পুত্র রাকিবুল ইসলাম রানা তার সহযোগী মাহফুজার ও শরিফুলসহ আরও ১০ থেকে ১২ জন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে হঠাৎ দোকানে প্রবেশ করে বলে, গতকাল শরিফুলকে চা দিতে বলেছিলাম দেসনি কেন, এই বলে তার হাতে থাকা দেশীয় অস্ত্র, লাঠি শোঠা নিয়ে দোকান ঘর ভাংচুর করে এবং তাকে মারপিট শুরু করে। এসময় তার স্ত্রী শামছুর নাহার এগিয়ে এলে তাকেও তারা বেধড়ক মারপিট করে আহত করে দোকানের পাশে তার বাড়িতে প্রবেশ করে ২ লক্ষ ৫০ হাজার টাকা জোর করে নিয়ে যায়।

মারপিটের শিকার মিজানুর বলেন, ওই যুবলীগের নেতার অত্যাচারে এ বন্দরের ব্যবসায়ীরা অতিষ্ঠ। সে সরকার দলের বড় বড় নেতাদের সাথে থেকে নিজেকে যুবলীগ নেতা পরিচয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব, এখন আমরা স্বামী স্ত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা গ্রহনের জন্য ভর্তি হয়েছি বলে জানান তিনি।

এ ব্যাপারে গোকুল ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাজু মিয়ার সাথে কথা বললে তিনি জানান, ‘সে যুবলীগের কমিটির কোন কিছুই নয়।’

এদিকে চাঁদমুহা বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল জানান, তার অত্যাচারে ব্যবসায়ীগণ অতিষ্ট। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে আমরা এ বন্দরের ব্যবসায়ীরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করব।

এদিন সন্ধ্যায় বন্দরের ব্যবসায়ীরা অত্যাচারী রানাসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print