বগুড়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে হোসেন আলী প্রাং(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী ওই এলাকার ইফরান আলীর ছেলে। এ ঘটনায় নিহত হোসেন আলীর বাবা ইফরান আলী ও ওই এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে ইয়াছিন তালুকদার আহত হয়েছেন।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুর ১২টার দিকে ইফরান আলী তার বাড়ির পশ্চিম পাশের একটি ধানের জমিতে হোসেন ও ইয়াছিনকে নিয়ে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান।
এতে গুরুতর আহত হন ইফরান ও ইয়াছিন। পরে তাদেরকে দ্রæত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নেয়া হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত দুইজনের চিকিৎসা চলছে।
এনসিএন/এমআর
