ডিসেম্বর ১, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ

বগুড়ায় জমি দখল করে বাড়ি নির্মাণ, থানায় অভিযোগ

বগুড়ায় জমি জবর দখল করে বাড়ি নির্মাণ, থানায় অভিযোগ। ছবি: এনসিএন
বগুড়ায় জমি জবর দখল করে বাড়ি নির্মাণ, থানায় অভিযোগ। ছবি: এনসিএন

বগুড়ায় জমি জবর দখল করে বাড়ি নির্মাণ করায় রবিউল ইসলাম (২৪) নামের এক যুবক থানায় অভিযোগ দায়ের করেছে। রোববার নুনগোলা ইউনিয়নের রজাকপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের রজাকপুর পুর্বপাড়া গ্রামের মো.আকবর আলী প্রামানিকের পুত্র রবিউল ইসলাম তাদের পৈত্রিক সুত্রে পাওয়া জমির ওপর একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করেন। পরে রবিউলের চাচা মো. জিল্লুর রহমান যার বাড়ি রবিউলের বাড়ির উত্তর পার্শ্বে। সে রবিউলের বিল্ডিং এর দেয়াল ঘেঁষে তার বাড়ির দেয়াল উঠাতে থাকে। এতে করে রবিউল বাধা দেয় ও নুনগোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বদরুল আলমকে বিষয়টি অবহিত করেন।

বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী রবিউল জানান, চেয়ারম্যান আমাদের উভয়ের মাঝে আপোষ মিমাংসা করে দেন। পরে আমার বাড়ির দেয়াল থেকে দেড় ফুট দুরত্বে জিল্লুরকে তার বাড়ির দেয়াল উঠানোর নির্দেশ দেন। কিন্তু সে কারো কথা তোয়াক্কা না করে জমি জবর দখল করে দেয়াল তুলতে থাকে। এমনকি আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।

রোববার বগুড়া সদর থানায় জমি জবর দখল করে বাড়ি নির্মাণ করায় একটি অভিযোগ দায়ের করেন রবিউল ইসলাম। একই সাথে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন এই ভুক্তভোগী।

এনসিএন/আরআই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print