ডিসেম্বর ১, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ণ

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু। ছবি: এনসিএন

বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে বগুড়া পৌরসভা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুনুর রশিদ। আগামী ১৯ জুন পর্যন্ত চলবে এবারের ক্যাম্পেইন।

এবার বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ৬শ’ ১৭ শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪লাখ ২৩হাজার ৮শ’ ৬৮ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ২ হাজার ৮শ’ ৬টি কেন্দ্রে দু’প্রকারের এই শক্তিশালী ক্যাপসুল খাওয়ানো হবে।

এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইনের চারদিন প্রতি কেন্দ্রে দুইজন স্বেচ্ছাসেবীসহ মোট তিনজন করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print