বগুড়ায় ট্রাকের চাপায় আহত পিয়াল হোসেন মারা গেছেন। শনিবার দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৪ বছর।
শনিবার (৭ মে) রাত পৌনে ২টার দিকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিয়াল হোসেন। রোববার এসব তথ্য জানিয়েছেন শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) হাসান হাফিজুর রহমান।
এর আগে, গত ৬ মে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে বনানী আঞ্চলিক বীজাগারের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিঝুম বাপ্পী (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান।
ওই ঘটনায় বাপ্পীর সাথে থাকা দুই বন্ধু পিয়াল (২৪) ও অভি (২১) গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পিয়ালের অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এনসিএন/এআইএ
