বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি ও সদর উপজেলা কৃষি অফিস আয়োজিত তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে বগুড়া সদর উপজেলা চত্বরে।
মেলায় প্রচলিত ফল, অপ্রচলিত ফল, বিদেশী ফল, ফল উৎপাদন উপকোণ, প্রক্রিয়া জাতকরণ পন্য স্থান পেয়েছে। মেলার প্রতিপাদ্য বিষয় ছিল ‘বছর ব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি-ই -দুই আসে‘।
এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: দুলাল হোসেন।
এদিন বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
মেলায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক উপজেলা নির্বাহী অফিসর সমর কুমার পাল, কৃষিবিদ মাহফুজ আলম, অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন অফিসর রাহেলা পারভীন প্রমুখ।
মেলায় প্রধান অতিথি বলেন, ফলের পুষ্টিগুন বেশি। এতে অনেক রোগ ভাল হয় এবং অধিক পুষ্টি পাওয়া যায়। তবে দেশীয় ফল উৎপাদনের উপর জোর দিতে হবে। বিদেশী ফলের উপর থেকে আমদানী নির্ভশীলতা কামতে হবে। দেশের অর্থ দেশে রাখতে হবে।
এনসিএন/এআইএ/এএ
