বগুড়া শহরের রাজাবাজারে ভোজ্য তেলের দোকানে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে আর্থিকদন্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ওই প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা আদায় করা হয়েছে।
রোববার (৩ জুলাই) দুপুরে বগুড়া শহরের রাজাবাজারের ভোজ্য তেলের দোকানে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় অভিযান পরিচালনার কাজে সহয়তা করে জেলা পুলিশের একটি চৌকশ দল।
বিষয়টি সম্পর্কে ইফতেখারুল আলম রিজভী জানিয়েছেন, খোলা বাজারে সরকারকর্তৃক নির্ধারিত তেলের দাম নিয়ন্ত্রনে রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজ রাজাবাজারে অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠানগুলোকে আর্থিকদন্ড দেয়া হয়েছে তাদের প্রতেক্যেই মূল্য তালিকা প্রদর্শন করতে পারেননি। একই সাথে তেলের ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি রাখায় তাদের জরিমানা করা হয়।
