বগুড়ায় শহরের জলেশ্বরীতলায় ত্রুটিযুক্ত জুতা কমিশনে বিক্রির অভিযোগ একটি শোরুমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে অভিযোগকারীকে নগদ ২ হাজার ৫’শ টাকা পুরস্কৃত করা হয়।
বুধবার (২৭ জুলাই) বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযোগকারীর কথায়, ‘শহরের জলেশ্বরীতলার ওমনি ফ্যাশন থেকে একটি জুতা কিনেন তিনি। তবে কেনার প্রথম দিনেই জুতাটি নষ্ট হয়ে যায়। পরে ভোক্তা অধিকারে অভিযোগ করেন।’
বিষয়টি সম্পর্কে ইফতেখারুল আলম রিজভী বলেন, ত্রুটিযুক্ত জুতা ডিসকাউন্টে বিক্রির অভিযো পেলে সেখানে আমরা অভিযানে যাই। তাদের শোরুমে গিয়ে ত্রুটিযুক্ত জুতার অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের জরিমানা করা হয়। পাশাপাশি অভিযোগকারী ব্যক্তিকে ২৫ শতাংশ নগদ অর্থ পুরস্কৃত করা হয়েছে।
এনসিএন/এআইএ
