অক্টোবর ১৫, ২০২৫ ৭:০৫ পিএম

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

বগুড়ায় দুর্গাপূজ উপলক্ষে বস্ত্র বিতরণ
বগুড়ায় দুর্গাপূজ উপলক্ষে বস্ত্র বিতরণ। ছবি: সজল শেখ

বগুড়ায় সকাল থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাঙালী হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গা পূজার মহাষষ্ঠির মধ্যে দিয়ে পূজা শুরু হয়েছে।

মন্দিরের মন্দিরে চন্ডিপাট, বিকালে দেবীর বোধন ও রাতে দেবীর আসন। মন্দিরে মন্দিরে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরন করেছে মন্দির কর্তৃপক্ষ। এই সব বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (সেবা)।

শহরের চেলোপাড়ায় সারদীয় দুর্গোৎসব উপলক্ষে সার্বজনিন কালী মন্দির তত্বাবধায়কও উন্নয়ন কমিটিও বিশিষ্ট ব্যবসায়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজের ব্যবস্থাপনায় বস্ত্র বিতরন করা হয়।

এ সময় অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশর সকল ধর্মের মানুষ সামাজিক সম্পীতির মধ্যে বাস করে আসছে। আমাদের দেশ অসাম্প্রদায়িক। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে অইনশৃংখলা বাহিনী সতর্ক আছে।

বস্ত্রবিতরণ বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পষিদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, বগুড়া সদর থানার ওসি নুলেআলম সিদ্দিকী, বিএফইউজের নির্বাহী সদস্য আখতারুজ্জামান, বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, স্থানীয় কাউন্সিলর পরিমল কুমার দাস প্রমুখ।

এনসিএন/এ/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print