বগুড়ার কাহালু উপজেলায় নকল মূর্তি দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীসহ ২জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি মূর্তিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কাহালু সাবানপুর গ্রামের ফরিদা পারভীন (৩৫)। অন্যজন গাইবান্ধার সাঘাটার চিনেরপুটুল গ্রামের আব্দুল জব্বার (৫৫)।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানান, কাহালু মালঞ্চা ইউনিয়নের নকল স্বর্ণের মুর্তি নিয়ে প্রতারণা হয়ে আসছিল এমন গোপন সংবাদ ছিল র্যাবের কাছে। পরে সাবানপুর গ্রামে অভিযান চালিয়ে ফরিদার বাড়িতে একটি মুর্তি উদ্ধার হয়। এ সময় আব্দুল জব্বার ও ফরিদাকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।
নজরুল ইসলাম আরও জানান, গ্রেপ্তাররা অনেকদিন ধরেই নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছে থেকে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদা ও জব্বার দুজনেই স্বীকার করেছেন।
ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।
এনসিএন/এআইএ
