ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ

বগুড়ায় পল্লী বিদ্যুত কর্মী হান্নান হত্যা মামলার আসামি গ্রেফতার

বগুড়ায় পল্লী বিদ্যুত কর্মী হান্নান হত্যা মামলার আসামি গ্রেফতার
বগুড়ায় পল্লী বিদ্যুত কর্মী হান্নান হত্যা মামলার আসামি গ্রেফতার। ছবি: এনসিএন

বগুড়া শিবগঞ্জ উপজেলার আটমূলের ভাইয়েরপুকুর বাজারে চাঞ্চল্যকর পল্লী বিদ্যুৎ কর্মী আব্দুল হান্নান হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ সাজ্জাদুল প্রামাণিককে (৩২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃত আসামি সাজ্জাদুল শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন কাঠগড়া গ্রামের মোঃ আছিরদ্দীন প্রামানিকের ছেলে।

শুক্রবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সিআইডির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কাউসার সিকদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ জুলাই) বিকেল ৬টার দিকে অভিযান চালিয়ে তার নিজ গ্রাম থেকে সাজ্জাদুলকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুত কর্মী হান্নান হত্যা মামলায় আসামি মোঃ রেজাউল করিম ডিস ব্যবসায়ী ও মোঃ আবু সাঈদ ভাইয়েরপুকুর বাজার সংলগ্ন তার বাড়িতে অবৈধ ভাবে বিদ্যুৎতের সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদুৎ অফিসে কর্মরত লোকজন গেলে তাদেরকে চোর চোর বলে চিৎকার করে কৌশলে এজহার নামীয় আসামিরা আব্দুল হান্নানকে পিটিয়ে হত্যা করে !

গ্রেফতারকৃত আসামি সাজ্জাদুলকে হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print