বগুড়ায় পুকুরের পানিতে ডুবে আবু তালহা নামে ১৫ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১২টার দিকে দুপচাঁচিয়া উপজেলার ডিম শহরের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালহা ওই এলাকার আব্দুস সামাদ ফকিরের ছেলে।
জানা গেছে, সকালে আবু তালহাকে ঘুমিয়ে দিয়ে তার মা কাজ করতে থাকেন। কাজ শেষে এসে দেখে তার শিশু পুত্র বিছানায় নেই। তখন বাড়ি ও এর পাশেপাশের বিভিন্ন স্থান খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।। পরে বাড়ির সামনের পুকুরের এক কোনে আবু তালহাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এরপর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তালহাকে মৃত ঘোষণা করে।
দুপচাঁচিয়া থানার এস আই শাহজাহান আলী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এনসিএন/বিআর
