ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ণ

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার সকালে নন্দীগ্রাম উপজেলার রনবাঘায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যান চালক আফছার আলী (৫৫) ও শুক্রবার রাতে শেরপুর উপজেলায় বাস চাপায় আব্দুল মোন্নাফ (২৯) নিহত হন।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে ব্যাটারিচালিত ভ্যানটি রনবাঘা বাজারের দিকে আসছিল। এ সময় বিপরীতমুখী শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ভ্যানচালক আফছার আলী ঘটনাস্থলেই মারা যান।নিহত আফছার আলী নাটোর জেলার সিংড়া উপজেলার কুড়ি পাকিয়া গ্রামের মৃত মেছের আলীর ছেলে। তার মৃত দেহ পুলিশ স্বজনদের কাছে হস্তাান্তর করেছে।

অপর দুর্ঘটনাটি ঘটে শেরপুর উপজেলার মির্জাপুর বাজার নামক স্থানে।বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, হোটেলে কাজ করে বাড়ি ফিরছিলেন একজন হোটেল শ্রমিক মোন্নাফ।

মির্জাপুর বাজার নামক স্থানে মহাসড়কের পাশে ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। ঘটনা স্থলে তার মৃত্যু হয়। বাসটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে আটক করা যায়নি।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মোন্নাফ উপজেলার খানপুর ইউনিয়নের চকখানপুর গ্রামের গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print