ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম ও শাজাহানপুর উপজেলাকে ভূমি-গৃহহীন ঘোষণা

বগুড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছে ৩৫৪টি পরিবার

বগুড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছে ৩৫৪টি পরিবার
বগুড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছে ৩৫৪টি পরিবার। ছবি: এনসিএন

মুজিব বর্ষে কেউ ভূমি-গৃহহীন থাকবে না লক্ষ্য অর্জনে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারাদেশে আরও ২৬ হাজার ২৯৯টি ঘর প্রদান করা হবে। যার অংশ হিসেবে প্রস্তুত রয়েছে বগুড়ার ৩৫৪টি সেমি-পাকা বাড়ি।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি সরাসরি যুক্ত হয়ে সারাদেশে ২৬ হাজার ২২৯টি ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (প্রশাসন) মাসুম আলী বেগ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার বগুড়া জেলার ১০টি উপজেলায় দুই শতাংশ জমির উপর নির্মিত ৩৫৪টি সেমি-পাকা ঘর হস্তান্তর করা হবে। একই সাথে শাজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলাকে ভূমি-গৃহহীন ঘোষণা করা হয়েছে।

এরমধ্যে আদমদিঘীতে ৩০টি, বগুড়া সদরে ৩৫টি, দুপচাঁচিয়া ১০টি, কাহালু ১২টি, নন্দীগ্রাম ৪০টি, সারিয়াকান্দি ১১৫টি, শাজাহানপুরে ৩৫টি, শেরপুরে ৪৫টি, শিবগঞ্জে ৬টি, সোনতলায় ২৬টি ঘর দেয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় বগুড়া জেলার ১২টি উপজেলায় তৃতীয় ধাপে ৯৩০টি ঘর ভূমি-গৃহহীনদের কাছে হস্তান্তর সম্পন্ন হয়েছে।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print