সোমবার সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরের সকল ব্যবসায়ী ও এলাকার সচেতন নাগরিকের ব্যানারে আয়োজীত বিদ্যুতের পূর্বের ডিজিটাল মিটার পুনঃস্থাপন ও বর্তমান বিদ্যুতের প্রি-প্রেইড মিটার বাতিলের দাবীতে কয়েক শত নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে প্রি- প্রেইড মিটারের গ্রাহকেরা দাবী করেন, এ মিটারে টাকা রিচার্জ করার কযেক দিন বা কয়েক ঘন্টার মধ্যে টাকা শেষ হয়ে যায়। পূর্বের ডিজিটাল মিটারের চাইতে এ মিটারে মাসে চার থেকে পাঁচ গুন টাকা কেটে নেওয়া হচ্ছে। পূর্বে যাদের প্রতিমাসে ৪ থেকে ৫ শত টাকা বিদ্যুৎ বিল দিত হতো। এখন এই মিটার স্থাপন করার পর ১ থেকে ২ হাজার টাকা রিচার্জ করতে হচ্ছে।’
ওই এলাকার নিম্ন আয়ের নারী-পুরুষেরা জানান, আমরা নিম্ন আয়ের মানুষ। আগে আমাদেরকে বিল দিতে হতো দুইশো থেকে তিনশো টাকা। সেই বিল এখন দিতে হচ্ছে ৫ থেকে ৬ শত টাকা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, তা সফল হযেছে। কিন্তু বর্তমানে এ মিটার স্থাপনের কারণে আমাদের চরম দূর্ভোগ সহ আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা এ মিটারের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে বাব দাদার আমলের চেরাগে বা হ্যারিকেনে কেরোসিনের তেল দিযে রাত্রি যাপন করব। তাও আমরা এ মিটার চাইনা।
তারা বলেন, আমাদের ঘরে ঘরে বিদ্যুতের দরকার নেই। তাই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন, পূর্বের ডিজিটাল মিটার স্থাপন করে বর্তমান প্রি-প্রেইড মিটার বাতিল করে গরীব-দুঃখীসহ সাধারণ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে।
এদিন মানববন্ধন শেষে মহাস্থান বিদ্যুৎ অফিসে একটি স্মারক লিপি প্রদান করা হয়।
এনসিএন/আরআই
