বগুড়ায় ২০ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রহিম (৫০) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় শহরের নিশিন্দারা চারমাথা এলাকায় অভিযান চালিয়ে রহিমকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দক্ষিনরাম ভদ্রপুর এলাকার মৃত আজাহার মুন্সির ছেলে।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে চারমাথা এলাকা থেকে আব্দুর রহিমকে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে সদর থানায় প্রচলিত আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এনসিএন/এআইএ
