বগুড়ায় ১০০ বোতল ফেন্সিডিলসহ আশিকুর রহমান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতার হলেন, বগুড়ার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ী মধ্যপাড়ার ভবের বাজার এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে আশিকুর রহমান আশিক।
আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুর ৩টায় গাবতলী থানায় অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন বগুড়া গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) মো: সাইহান ওলিউল্লাহ।
বিষয়টি সম্পর্কে তিনি জানিয়েছেন, গ্রেফতার আশিক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
