ডিসেম্বর ১, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ণ

বগুড়ায় বসতবাড়িতে আগুন, ক্ষয়ক্ষতি ২০ লাখ

বগুড়ায় বসতবাড়িতে আগুন, ক্ষয়ক্ষতি ২০ লাখ। ছবি: এনসিএন
বগুড়ায় বসতবাড়িতে আগুন, ক্ষয়ক্ষতি ২০ লাখ। ছবি: এনসিএন

বগুড়ায় একটি বসতবাড়িতে আগুন লেগে ১১টি রুম পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আজ বুধবার (২৭ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের নারুলীতে লাল মিয়া মাস্টারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে বগুড়া ফায়ার সার্ভিস ইউনিট।

অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা জানান, নারুলী দক্ষিণপাড়া এলাকায় লাল মিয়া নামের এক স্কুল শিক্ষকের বাসায় একটি ঘরে শর্ট সার্কিট হলে আগুন লেগে যায়। পরে ধীরে ধীরে বাকি ঘরগুলোগে আগুন ছড়িয়ে পড়ে।

ওই এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সেখানে বগুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। প্রায় একঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় তারা।

ভুক্তভোগী লাল মিয়া বলেন, আমাদের বাড়িতে একসঙ্গে এগারোটা ঘর আছে৷ আজ বিকেলে হঠাৎই শর্ট সার্কিট হলে সেখান থেকে আগুন লেগে যায়। পরে ঘরের তৈজসপত্র, টাকা ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ফলে আমার ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

বিষয়টি সম্পর্কে বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, মূলত শর্ট সার্কিট থেকেই ওই বাড়িতে আগুন লাগে। আমরা সেখানে যাওয়ার পূর্বেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print