বগুড়ার কাহালুতে বুধবার সকালে শামসুল হক (৭০) নামে এক বৃদ্ধ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে বলে জানা যায়।
নিহত শামসুল হক (৭০) কাহালুর কাশিমালা গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।
কাহালুর জামগ্রাম ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের মোঃ বুলবুল আহমেদ এর লিজ নেওয়া পুকুরে পাহাড়াদার হিসাবে কাজ করতেন শামসুল হক।
পুকুরে পানি সেচের কাজ করার সময় পাশে পড়ে থাকা বিদ্যুতের কাঁটা তাঁর সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে জানান কাহালু থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং লাশ পরিবারের নিকট হস্তান্তর করে হয়েছে।
এনসিএন/জেডএইচ
