ডিসেম্বর ১, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ

বগুড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবিঃ সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের মাদক বিরোধী অভিযানে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে জেলার শাহজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া।

গ্রেফতারকৃত হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বরাইতলী এলাকার মিসবাহ উদ্দিনের স্ত্রী হামিদা (২৪)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জানান,  গোপন সংবাদে জানা যায় যাত্রীবাহী বাসে যাত্রীর বেশে থেকে একজন ইয়াবা বহন করছেন। এমন খবরে সাজাপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে  চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চিলমারীগামী মামুন এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস তল্লাসী করে ইয়াবাসহ হামিদাকে গ্রেফতার করা হয়। হামিদার ভ্যানিটি ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলো অ্যাস্ফিটামিনযুক্ত।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়ার উপপরিচালক মোঃ রাজিউর রহমান জানান, আসামী নারী ব্যবসায়ীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print