বগুড়া, ১৫ মে ২০২২: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি করায় বগুড়ায় এক ব্যবসায়ীকে টাকা জরিমানা করেছে বগুড়ার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার সদর উপজেলার কালিবালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই অভিযান পরিচলনা করেন।
ইফতেখারুল আলম রিজভী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কালিবালা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, মেসার্স তৌহিদ ট্রেডার্স প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল পূর্বের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম বিক্রি করছে। এই অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক তৌহিদ ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এনসিএন/এএ
