ডিসেম্বর ১, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ণ

বগুড়ায় বৈদ্যুতিক তারে জড়িয়ে টিন মিস্ত্রির মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে ঘরের চালা মেরামত করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে আকরাম হোসেন (৪৫) নামে এক টিন মিস্ত্রির (ঘরবান্ধার মিস্ত্রি) মৃত্যু হয়েছে।

আকরাম হোসেন উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট দক্ষিনপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আকরাম হোসেন গোবিন্দপুর গ্রামের দিরাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেনের বসতবাড়ির ঘরের চালার উপর উঠে টিন মেরামতের কাজ করছিলেন। এসময় ঘরের উপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারের সাথে আকরামের মাথা জড়িয়ে তিনি আটকে যান।

ফুলকোট গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলাম নয়ন জানান, অচেতন অবস্থায় আকরাম হোসেনকে সোমবার বেলা ৩টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print