বগুড়ার নন্দীগ্রামে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক আফছার আলী (৫৫) নিহত হয়েছেন।
শনিবার (১১ জুন) সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আফছার আলী নাটোর জেলার সিংড়া উপজেলার কুড়ি পাকিয়া গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে ব্যাটারিচালিত ভ্যানটি রনবাঘা বাজারের দিকে আসছিল। রনবাঘা পেট্রোল পাম্পের সামনে বিপরীতমুখী শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আফছার আলী ঘটনাস্থলেই মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভটভটিটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।।
