বগুড়া পৌরসভা ২নং ওয়ার্ড কার্যালয়ে অত্র ওয়ার্ডের জনতার কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটুর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মদীনার জামাতের সাপ্তাহিক খানকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া পৌরসভা ২নং ওয়ার্ড কার্যালয় ফুলবাড়ি মধ্যপাড়ায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, ২নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, সমাজ সেবক শফিক, হাসান, পায়েল, পলাশ, শহিদ, রুবেল, রিজন, রোজার, সিরাজুল ইসলাম তালুকদার, কিরন, রেজাউল ইসলাম সরকার, আনসার আলী, সামছুদ্দোহা কিরন, হারুন উর রশিদ, মতিউর রহমান, এনামুল হক, শফিকুল ইসলাম, জিহাদ, ইউসুফ, আমজাদ হোসেন, ইউসুফ আলী, নান্টু শেখ, মাহবুবুর আলম স্বপন, রবিউল আওয়াল, এমরান হাসান, মিজানুর রহমান, ইউসুফ মন্ডল, সেলিম রেজা, ইউসুফ আলী, লাবু, টিপু সুলতান, স্বপন, রাজু আহমেদ, মোজাম খলিফা, হেলাল খলিফা, শাজাহান খলিফা, আহসালুজ্জামান, হাবিবুর রহমান, আজমল হোসেন, হেলাল সরদার, বেলাল হোসেন, এনামুল হক, তরিকুল ইসলাম, শিপলু, সরদার মামুন, সাহাবুল আলম ছনি, আশরাফুল আলম বিপু, আবু সাঈদ শেখ, ইনামুল, নজরুল ইসলাম জুয়েল, মারুফ হোসেন, নাদিম শাখের বাপ্পি, ইছাহাক আলীসহ অত্র এলাকার মুরব্বি ও মুসল্লী বৃন্দ । জিকির পরিচালনা করেন মাওঃ আরিফুর রহমান। দেশ ও জাতির সুখ সমৃদ্ধি ও কল্যান কামনা দোয়া পরিচালনা করেন ফুলবাড়ি মধ্যপাড়া জামে মসজিদের ঈমাম মাওঃ সুহাইল আহমেদ।
