বগুড়ায় পৃথক দুইটি অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৫ জুলাই) মধ্যরাত পৌনে ১ টার দিকে সদরের শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া হাঁটে অভিযান চালান জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় ৪০ বোতল ফেন্সিডিলসহ আতিকুর রহমান নামের একজনকে গ্রেফতার করা হয়। আতিকুর রহমান (২৫) পাঁচবাড়িয়া এলাকার শাহাদত হোসেনের ছেলে।
এদিকে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পুলিশ (ডিবি) আরেকটি অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ শাহারুল ইসলাম কে গ্রেফতার করে৷ মোঃ শাহারুল (২৫) শিবগঞ্জ উপজেলার মানকোড় গ্রামের মোঃ এরশাদুল হকের ছেলে।
গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ।
