ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ণ

বগুড়ায় মাদক বিরোধী কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

শাজাহানপুরে মাদক বিরোধী কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা
শাজাহানপুরে মাদক বিরোধী কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরে মদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এদিন উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপি কর্মশালায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আশিক খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুব হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও অংশ নেন গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান সাহিন, চোপীনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, মাঝিড়া ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print