বগুড়ার কলোনী বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য তালিকা না রাখার অপরাধে ৬টি দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিদর্শক ইফতেখরুল আলম রিজভী।
তিনি রোববার বেলা ১২ টায় শহরের কলোনী বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শনে গেলে দোকানে পন্য ক্রয়ের ভাউচার ও পণ্য বিক্রির মূল্য তালিকা না পাওয়া সুমন চাউল ঘর কে ১ হাজার টাকা, লিটন চাউল ঘর কে ৪ হাজার টাকা, আশরাফুল আলম চাউল ঘর কে ২ হাজার টাকা, কলোনী বাজারের আরও একটি চাউলের দোকানে ২ হাজার টাকা, রানা মন্ডল মুরগি ঘর কে ২ হাজার টাকা ও তানভীর স্টোর নামের একটি মুদি দোকানে কাগজের তৈরি ঠোঙ্গার ওজন বেশি পাওয়ায় ৫ হাজার টাকাসহ সকলের কাছে থেকে সর্বমোট নগদ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি বাজারে ডিমের বাজার ও বিভিন্ন দোকানে তদারকি করেন ও বাজার পরিদর্শন করেন তিনি।
এদিকে একই দিনে শহরের সাতমাথায় শেরপুর রোডের সাতানি বাড়ি সংলগ্ন একটি ভ্যারাইটি স্টোরে পণ্যের নির্দিষ্ট দামের থেকেও ৫ টাকা বেশি রাখার একটি অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া৷
অভিযোগের সত্যতা পেয়ে দোকানিকে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ডের পাশাপাশি অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১২৫০ টাকা পুরষ্কৃত করেন।
ইফতেখারুল আলম রিজভী বলেন, আমরা নিয়মিত বাজারের মূল্য তালিকা ও বাজার পরিদর্শন করব। রোববার বেলা ১২ টা থেকে অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকায় ও মূল্য বেশি রাখার অপরাধে ৭ দোকানিকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা করা হয় ও জরিমানার পাশাপাশি পরবর্তীতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতে সতর্ক করা হয়।
এনসিএন/বিআর
