বগুড়ায় করোনাকালীন আর্থিক মন্দায় ক্ষতিগ্রস্থ যুব বেকারদের মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকালে বগুড়ার সদর উপজেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
এদিন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, সদর উপজেলা জাইকা অফিসার সামিউল ইসলাম।
প্রশিক্ষন অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস্ ।
