ডিসেম্বর ১, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ

বগুড়ায় সারের কোন সংকট নেই: গুজব ছড়িয়ে পরিস্থিতি অশান্ত করা হচ্ছে

বগুড়ায় সারের কোন সংকট নেই: গুজব ছড়িয়ে পরিস্থিতি অশান্ত করা হচ্ছে
বগুড়ায় সারের কোন সংকট নেই: গুজব ছড়িয়ে পরিস্থিতি অশান্ত করা হচ্ছে। ছবিঃ এনসিএন ফাইল ছবি

একটি কুচক্রি মহল সার নিয়ে গুজব ছড়িয়ে  অশান্ত পরিস্থিতি সৃষ্টি করছে, এমন তথ্য আছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে।   সার (ইউরিয়া)  কুচক্রি মহল  কৃষকদের মাঝে এই বলে গুজব ছড়াচ্ছে যে, পরে গেলে সার পাওয়া যাবে না। তোমরা (কৃষকরা) দ্রুত আমন মৌসুমের সাথে আলু মৌসুমের  সার  সংগহ কর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান, এই পরিস্থিতিতে কৃষকরা প্রয়োজনের অতিরিক্ত সার সংগ্রহর জন্য  এক সাথে সারের ডিলারের দোকানে ভীড় করছে। পরিস্থিতিকে অশান্ত করতে মহলটি অনেকটা সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার মত গুজব ছড়াচ্ছে। এটি পরিকল্পিত ভাবে এই গুজব ছড়ানো হচ্ছে। 

তিনি আরো জানান, বগুড়ায় সারের কোন সংকট নেই। জেলায় বিসিআইসি কাছে এখনও ১২০৫ মেট্রিকটন সার মজুদ আছে। এ ছাড়া অতিরিক্ত চাহিদার ভিত্তিতে আরো ২০০০ হাজার মেট্রিক টন এসে পৌঁছেছে। প্রতি মাসের টা প্রতি মাসে  সার বরাদ্দ  পাওয়া যায়। এ ছাড়া এক জেলা সার অন্য জেলা নিয়ে বেশি দামে বিক্রি করার বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ায় অতিরিক্ত মুনাফার পথ বন্ধ হয়ে যাওয়ায় তারাও এই অপকৌশলে যোগ দিয়েছে।  

জেলার কৃষি কর্মকর্তারা জানান, আমন মৌসুমে (জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর) মাসে  জেলায়   প্রয়োজন পড়ে ২০ হাজার ৭৭৪ মেট্রিক টন। এ পর্যন্ত গত দুইমাসে (জুলাই ও আগষ্ট) ইউরিয়া সার এসেছে ১৪ হাজার ৬১ মেট্রিক টন। আগষ্ট মাসে আসবে আরো ৬৭০০ মেট্রিক টন সার। এ ছাড়া চাহিদার অতিরিক্ত ২ হাজার মেট্রিক টন সার এসেছে। মোট সার পাওয়া যাবে২২ হাজার ৭ শ‘ ৬১ মেট্রিক টন।

বগুড়ায় এরুলিয়ায় প্রায় ১২ থকে ১৫ হাজার মেট্রিকটন যে অবৈধ মজুদ সার আটক হয় তা বগুড়ার একটি রাজনৈতিক দলের সমর্থের গুদাম থেকে।  সংশ্লিষ্টরা মনে করেন সারের দাম করায় বিভিন্ন স্থানে সারেরমজুদ গড়ে তোলার খবর পাওয়া যাচ্ছে। এটাকে রাজনৈতিক ইস্যু হিসাবে দাঁড় করানোর চেষ্ট চলছে। মহলটি কৃষকদের এই বলে উসকে দিচ্ছে যে, এখনই সার সংগ্রহ করো পরে সার পাবেনা। 

কৃষি কর্মকর্তারা জানান, কৃষকরা এই গুজবে কান দিয়ে এক সাথে আমন ও আলু মৌসুমের সার সংগ্রহ করতে মরিয়া হয়ে উঠেছে। সার সরবরাহের একটি চেউন আছে এ মাসের বরাদ্দ মাসে দেয় বিসিআইসি। এ ছাড়া বছরে সারের চাহিদা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠিয়ে দেয় কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার নিয়ে গুজবে কান না দেয়ার জন্য কৃষকদের আহ্বান জানিয়েছে। সারের বিষয় নিয়ে সোমবার  জেলা প্রশাসন প্রেস ব্রিফিং এর আহ্বান করেছেন।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print