ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ

বগুড়ায় স্কুল দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, বগুড়া জিলা স্কুল চ্যাম্পিয়ন

বগুড়ায় স্কুল দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, বগুড়া জিলা স্কুল চ্যাম্পিয়ন।
বগুড়ায় স্কুল দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, বগুড়া জিলা স্কুল চ্যাম্পিয়ন। ছবিঃ এনসিএন

বগুড়া জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে গত শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া পুলিশ লাইন্সের ড্রিল শেডে স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার এ প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মধ্য পুরষ্কার বিতরণ করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এবারের প্রতিযোগিতায় ২৩টি স্কুলের ৫২টি দলের ৩১২ জন শিক্ষার্থী অংশ নেয়।  প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি দল ৭টি করে খেলায় অংশ নেয়।

বগুড়া জেলা পুলিশ ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সোমবার সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম)। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী, আব্দুর রশিদ, হেলেনা আখতার, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, দাবা ফেডারেশনের আব্দুলাহ আল মামুন, আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড একটিভেশন অফিসার ইমরান আয়ুব ও হাবিবুর রহমান।

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়জিত ও আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘হয়ে উঠো আগামীর গ্র্যান্ড মাস্টার’ স্লোগানে মার্কস একটিভ চেজ চ্যাম্পস এর তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জিলা স্কুল (দিবা শাখা-২), ১ম রানার আপ হয়েছে বগুড়া জিলা স্কুল (দিবা শাখা-১) ও ২য় রানার আপ হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল স্কুল অ্যান্ড কলেজ। 

এর মধ্যে সেরা ছয়জন সেরা খেলোয়ার হিসাবে নির্বাচিত করা হয়। তারা হলেন, ১. রুদ্র ঢাকী (বগুড়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী), ২. ইশতিয়াক হামিদ (বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থী), ৩. ফারহান সাদিক (আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী), ৪. সুপিয় বাশাক (পল্লীমঙ্গল হাইস্কুলের শিক্ষার্থী), ৫. আফনান নাহি খান (বগুড়া জেলা স্কুলের শিক্ষার্থী), ৬. মোঃ আবু রাহাত রাফি (আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী)।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print