ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য ও অজ্ঞাত নারী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়া শিবগঞ্জের রহবল বন্দরে যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব ১১- ০৮৩৯) চাপায় মোটরসাইকেল আরোহী সেনাসদস্য শাকিল আহম্মেদ ও অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। রোববার দুপুর ৩টায় দুর্ঘটনাটি ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, নিহত শাকিল শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের কমলিহার গ্রামের আব্দুল মজিদের ছেলে। তবে পুলিশ নিহত অপর নারীর নাম ও পরিচয় জানাতে পারেনি। হাইওয়ে পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান নিহত মহিলার আত্মিয় স্বজন এলে তার পরিচয় জানা যাবে।

বগুড়া হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, রোববার দুপুরে সেনা সদস্য শাকিল ও অজ্ঞাত নারী (২০) মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথে রহবল নামক স্থানে বিপরীতমুখির পাবনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেনা সদস্য শাকিল ও অজ্ঞাত নারী (২০) মারা যান।

দুর্ঘটনার পরপরই বগুড়া জেলা শহরের মাটিডালি এলাকা থেকে বাস ও বাসের চালক আল আমিনকে আটক করে পুলিশ সদস্যরা। আল আমিনের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের মশিপুর গ্রামে। এ জন্য আটক বাস চালক ও মরদেহ তাদের হেফাজতে রয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জে হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর পুলিশ সদস্যরা বগুড়া সদরের মাটিডালী এলাকা থেকে চালকসহ বাসটি আটক করে। পরে বাসটিও থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত শাকিল একজন সেনাসদস্য। তিনি রামু ক্যান্টনমেন্টে ছিলেন। সম্ভবত ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print