ডিসেম্বর ১, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ণ

দেড় কোটি টাকা আত্মসাৎ

বগুড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দেড় কোটি টাকা আত্মসাৎ, বগুড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
দেড় কোটি টাকা আত্মসাৎ, বগুড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। ছবি: এনসিএন

বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ওয়াজেদ হোসেনকে (৫০) রাজধানী ঢাকার রামপুরা থেকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এসআই জাকির আল হাসান।

গ্রেফতারকৃত ওয়াজেদ হোসেন বগুড়ার সদর উপজেলার নামুজা ভান্ডারী পাড়ার শাহাদাত হোসেনের ছেলে।

এসআই জাকির আল হাসান জানান, গ্রেফতারকৃত সদরের নামুজা বাজারে সার এবং কীটনাশকের ব্যবসা করত। ব্যবসার সুবাদে বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠান থেকে এর থেকে দেড় কোটি টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ গ্রহণের পর তা পরিশোধ না করে ৪-৫ বছর বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। এতে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান বিজ্ঞ আদালতে মামলা দাখিল করেন। আদালত তার নামে আটটি মামলায় সর্ব মোট ১০ বছর সাজা এবং দেড় কোটি টাকা প্রদানের রায় ঘোষণা হয়।

তিনি আরও জানান, এরপর সদর থানা পুলিশ পরবর্তীতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে এবং সিনিয়র কর্মকর্তাদের সহায়তায় ঢাকার রামপুরা এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। দুপুরের তাকে আদালতে পাঠানো হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print