ডিসেম্বর ১, ২০২৫ ৫:৫৮ পূর্বাহ্ণ

বগুড়ায় ১৪০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটস ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ১৪০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটস ব্যবসায়ী গ্রেফতার। ছবি: এনসিএন
বগুড়ায় ১৪০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটস ব্যবসায়ী গ্রেফতার। ছবি: এনসিএন

বগুড়ায় ১৪০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ সুমন হাসান সোহেল (৩০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছে থেকে ১৪০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে সংস্থাটি।

গ্রেফতার হলেন, গাবতলী থানার ধলিরচর এলাকার মোঃ তোফাজ্জল মাস্টারের ছেলে। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বগুড়া জেলা ডিবি পুলিশ।

বিষয়টি সম্পর্কে ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহরের মফিজ পাগলার মোড় এলাকার মা মোটর্সের সামনে থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ১৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print