ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ণ

বগুড়ায় ২০ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

বগুড়ায় ২০ পিচ ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার
বগুড়ায় ২০ পিচ ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার। ছবি: এনসিএন

বগুড়ায় হাফিজুল ইসলাম (৩১) নামে এক যুবককে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃত হাফিজুল রংপুরের পরশুরাম উপজেলার কোবারু (বুড়িরহাট) এলাকার মশিয়ার রহমানের ছেলে।

ডিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে বিশ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নামে এর আগেও দুইটি মামলা আছে বলেও জানান।

ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জের মোকামতলা থেকে সোনাতলাগামী পাকা রাস্তার মাথার উপর থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ হাফিজুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print