গত ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে বগুড়ায়। সোমবার সকাল ৯ টা থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত ৪৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অধিদপ্তর। আগামী শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত এ ধারায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া এনসিএনকে জানান, ‘গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় ৪৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমনকি আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, গেল কয়েকমাসের মধ্যে গত ২৪ ঘন্টায় একটানা বৃষ্টিপাতের স্থানীয় নৌবন্দর এলাকায় ১ নম্বর বিপদ সংকেত ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর বিপদ সংকেত দেয়া হয়েছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এনসিএন/এআইএ
