বগুড়ায় ২৮ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২২ মে) দুপুর ১২টায় শিবগঞ্জের মোকামতলায় রংপুর-ঢাকা মহাসড়কে এসকে পরিবহনে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ ওই দু’জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন, রংপুরের কোতয়ালি থানার নিশবেদগঞ্জ সতোরঞ্জি গ্রামের তবিবর রহমানে ছেলে মনিরুজ্জামান মিশু (৩০)। অপরজন একই জেলার পীরগাছা থানার দলবাড়ী এলাকার আবুল কাশেমের ছেলে মো. জীবন মিয়া (২০)। তারা উভয়ই এসকে পরিবহনের শ্রমিক।
শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, শিবগঞ্জের মুরাগপুর গ্রামে রংপুর-ঢাকা মহাসড়কে বাস তল্লাসি করার সময় এসকে পরিবহনের মালামাল বক্স থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাটির মুখ খুলে ২৮টি ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাসটির দায়িত্বে থাকা শ্রমিকেরা সঠিক তথ্য দিতে না পারায় তাদের গ্রেফতার করা হয় বলেও জানা গেছে। একই সাথে তাদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইলে মামলা রুজু করা হয়েছে।
এনসিএন/এআইএ
